মানসিক মৃত্যু বলতে যা বোঝায়, প্রতিদিন সেটা মরে থেকেছি। পরিবার, সমাজ, বন্ধুবান্ধব-সব জায়গায় আমাকে প্রশ্নের মুখে পড়তে হতো। আমি শুধু বলতাম, ‘আমি চুরি করিনি, দুর্নীতি করিনি’। কিন্তু কেউ শুনতে চায় না সেই সত্য। আমি একটা গালি হয়ে গিয়েছিলাম-‘দুদক থেকে বের করে দেওয়া লোক’।